Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাপায় নেই কোনো বিভক্তি, ৩০০ আসনেই প্রার্থীর প্রস্তুতি’

সারাবাংলা ডেস্ক
৯ জানুয়ারি ২০২৩ ২০:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ ২১:৩২

ঢাকা: জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই বলে জানিয়েছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এবং চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এমনকি তারা বলেছেন যে, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা। সোমবার (৯ জানুয়ারি) জাতীয় পার্টির প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিৃবতিতে এ দাবি করেন তারা।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘কিছুদিন ধরে গণমাধ্যমে জাতীয় পার্টির বিভক্তি সম্পর্কিত বিভ্রান্তিকর কিছু খবর প্রকাশিত হয়েছে। এ প্রেক্ষিতে আমি জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ, এমপি এবং আমি পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, এমপি, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে, পার্টিতে কোনো বিভক্তির প্রশ্নই ওঠে না। বরং আমরা দু’জনই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রয়াত নেতা প্রাক্তন রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর।’

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা আরও বলেন, ‘আমরা দু’জনই পার্টিকে একটি শক্তিশালী বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধান অনুযায়ী অনুষ্ঠেয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। এবং সে লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার জন্য পার্টিকে সুসংগঠিত করার প্রত্যয় ঘোষণা করছি।’

বিবৃতে তারা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সারাবাংলা/পিটিএম

জাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর