Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজার্ভ এখন ৩২.৫৭ বিলিয়ন ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ১৮:৪২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ ২১:৩৩

ঢাকা: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১২ কোটি ডলার পরিশোধের পর বাংলাদেশের রিজার্ভ কমে ৩২ বিলিয়ন ডলারের ঘরে নেমেছে। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন বা ৩ হাজার ২৫৭ কোটি মার্কিন ডলারে। সোমবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার (৪ জানুয়ারি) দিন শেষে রিজার্ভ ছিল ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। ৫ জানুয়ারি আকুর আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ কমে ৩২ বিলিয়ন (৩ হাজার ২০০ কোটি) ঘরে নেমে এসেছে। আকুর নভেম্বর-ডিসেম্বর মেয়াদের ১১২ কোটি (১ দশমিক ১২ বিলিয়ন) ডলার পরিশোধের পর রিজার্ভ বর্তমান অবস্থায় এসেছে।

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয় বাড়ায় দেশে ডলার সংকট দেখা দেয়। রিজার্ভ কমার পেছনে রেমিট্যান্স কম আসাও ভূমিকা রাখছে। তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৭৬৫ কোটি (৭ দশমিক ৬৫ বিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ছয় মাসে রিজার্ভ থেকে এত ডলার কখনোই বিক্রি হয়নি। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি বেড়ে যাওয়ার প্রভাবে কমছে রিজার্ভ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। করোনার প্রভাব শুরুর আগ পর্যন্ত রিজার্ভ ৩২ থেকে ৩৩ বিলিয়ন ডলারের ঘরে ওঠানামা করছিল।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ রিজার্ভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর