Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন চট্টগ্রামে পুমা আউটলেট খুঁজছেন লিটন দাস?

সারাবাংলা ডেস্ক
৯ জানুয়ারি ২০২৩ ১৩:৩১

ঢাকা: বিশ্বখ্যাত ক্রিকেটার লিটন দাস। ক্রিকেটের প্রয়োজনেই ঘুরতে হয় এক দেশ থেকে আরেক দেশ। সেইসব দেশের ব্র্যান্ডেড আউটলেটগুলোতেও ঢু মারা হয় তার। কিন্তু হঠাৎ করেই চট্টগ্রাম শহরে বিশ্বখ্যাত
স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা আউটলেটের খোঁজ করছিলেন তিনি।

শনিবার (৭ জানুয়ারি)  সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে লিটন লিখেছেন “আচ্ছা চট্টগ্রামে কি পুমার কোনো আউটলেট আছে? কেউ জানাতে পারবেন?” ফেসবুকে লিটনের পোস্টটি চোখে পড়ে দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। নিজের কমেন্টে সাকিব বলেন “অপেক্ষা করো, শীঘ্রই দেখা হচ্ছে চট্টগ্রামে!”

বিজ্ঞাপন

এরপর মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। চট্টগ্রামের অনেককেই কমেন্টে আফসোস করতে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ বলেন, চট্টগ্রামের মতো বিভাগীয় শহরে পুমার মতো বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড না থাকাটা দুঃখজনক। তারা আশা রাখেন খুব শীঘ্রই চট্টগ্রামেও পুমা আউটলেট চালু হবে।

মূলত জার্মানির বিখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা আগামী ১২ জানুয়ারি বন্দর নগরী চট্টগ্রামের লালখান বাজারে বাংলাদেশে তাদের চতুর্থ আউটলেট চালু করতে যাচ্ছে। সে লক্ষ্যেই ক্রিকেটার লিটন দাস চট্টগ্রামে পুমা আউটলেটের খোঁজ করছিলেন।

সারাবাংলা/ইআ

পুমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর