Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ২৩:২৮

গাজীপুর: গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) রাত নয়টার দিকে গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। হিমেল মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আহতের নাম সাব্বির (২০)। তিনিও একই এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত নয়টায় মাজুখান এলাকার ময়লা পট্টির সামনে মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান। পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পথে তিনি মারা যান। আহত অপর আরোহীকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/একে

ট্রাক নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর