বড় বোন শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি: কাদের সিদ্দিকী
৮ জানুয়ারি ২০২৩ ২২:৩৩ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ ১৩:১৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড়বোন হিসেবে সম্বোধন করে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আমার বড় বোন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। আমাকে যিনি ভাই বলে ডেকে তার মর্যাদা রক্ষা করতে পারেন, আমিও তার মর্যাদা রক্ষা করতে পারি, তার জন্য জীবন দিতে পারি।
রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন কাদের সিদ্দিকী।
বক্তব্যে ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড পরবর্তী সময়ের কথা তুলে ধরেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দিল্লিতে যখন প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আমাকে দেখেন, উনি আমাকে ভাই বলে ডেকেছিলেন। সেদিন (২৩ ডিসেম্বর) যে গিয়েছিলাম, কথা হলো। সেখানেও বলেছেন, তোমাকে ভাই বলে ডেকেছি। আমি আজীবন ভাইয়ের মর্যাদা রক্ষা করব।’
তিনি বলেন, ‘আমি ওরকম কাঁচা না। আমার বড় বোন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। আমাকে যিনি ভাই বলে ডেকে তার মর্যাদা রক্ষা করতে পারেন, আমিও বোনের মর্যাদা রক্ষা করতে পারি, তার জন্য জীবন দিতে পারি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এবং গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জোট করা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘অনেকে মনে করতে পারেন, আমি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে গিয়েছিলাম, জোটে গিয়েছিলাম। আমি কোনোদিন বিএনপির সঙ্গে যাইনি। ড. কামাল হোসেনকে দেখে, আমি তার নেতৃত্বে জোটে গিয়েছিলাম। আমার মনে হয়েছে, ড. কামাল হোসেন হয়ত আমার চেয়েও বঙ্গবন্ধুর বেশি ভক্ত। কিন্তু উনি নেতা নন। এই অবস্থায় ওনার নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘সবার শেষে জোটে গিয়েছিলাম। সবার আগে জোট থেকে বেরিয়েছি। নিশ্চয়ই আমি মনে করি, আমার জীবনে শ্রেষ্ঠ ভুল ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটে যোগ দেওয়া। আমি শয়তান নই, আমি একজন মানুষ, আমি ভুল করি।’
বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী।
এর আগে, ৪ ডিসেম্বর রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কাউন্সিলে কাদের সিদ্দিকী বলেন, ‘গণপরিবহন বন্ধ ও সমাবেশ করতে বাধা দিয়ে বিএনপিকে শক্তিশালী করা হয়েছে। এতে বিএনপির ক্ষতির চেয়ে লাভ হয়েছে বেশি। গণপরিবহন বন্ধ না থাকলে বিএনপি মারামারি করত।’
তিনি বলেন, ‘আমার বোন ক্ষমতা থেকে সরে যাওয়ার আগপর্যন্ত বিএনপি নিজেরা নিজেরা মারামারি করবে বলে আমার মনে হয় না।’
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগের দিন গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী।
এরপর থেকেই মূলত রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা। এর আগে বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে কাদের সিদ্দিকীর বক্তব্যে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সারাবাংলা/এসবি/একে
আওয়ামী লীগ কাদের সিদ্দিকী কৃষক-শ্রমিক-জনতা লীগ গণফোরাম জেএসডি প্রধানমন্ত্রী শেখ হাসিনা