Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব বণ্টন

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৯:৫৩ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৩ ২১:৩২

ঢাকা: সাংগঠনিক কার্যক্রম দেখভালের জন্য আট বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে আওয়ামী লীগ। রোববার (৮ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগে ড. হাছান মাহমুদ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাহবুবউল-আলম হানিফ, খুলনা ও বরিশাল বিভাগে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ডা. দীপু মণিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগে আহমদ হোসেন, খুলনা বিভাগে বি. এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগে
আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগে এস. এম কামাল হোসেন, ঢাকা বিভাগে মির্জা আজম, বরিশাল বিভাগে
অ্যাডভাকট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং রংপুর বিভাগে সুজিত রায় নন্দীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের দেওয়া ক্ষমতাবলে সভাপতি শেখ হাসিনা নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।

সারাবাংলা/এনআর/আইই

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর