Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভিএম প্রকল্প পাস না হলে ব্যালটে নির্বাচন: ইসি রাশেদা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৮:৩০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৩ ২০:৪৬

ফাইল ছবি: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

ঢাকা: মধ্য জানুয়ারিতে ইভিএমের নতুন প্রকল্প পাস না হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যালট পেপারে করার প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

রোববার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘প্রকল্পটি খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বাধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা হবে বলে আমরা বলেছিলাম। এটি পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোট আয়োজন করব।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে নীতিনির্ধারকদের (মন্ত্রণালয়/সরকার) সঙ্গে কোনো কথা হয়নি। কথা বলার রীতিও নেই। ইসি হয়তো সচিবালয়ের সঙ্গে কথা বলবে। আমাদের সক্ষমতা যা আছে তা দিয়েই করব। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না।’

উল্লেখ্য, ১৫০ আসনে ইভিএম ব্যবহারের লক্ষ্যে সরকারের কাছে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রস্তাব এখনো পাস হয়নি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ইভিএম প্রকল্প নির্বাচন ব্যালট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর