Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ঘণ্টা পেছাল বিএনপির গণঅবস্থান কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৮:০৬

ঢাকা: সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশের বিভাগীয় শহরের জন্য ঘোষিত গণঅবস্থান কর্মসূচির সময় ১ ঘণ্টা পিছিয়েছে বিএনপি।

রোববার (৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের কথা ছিল বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর। নতুন সূচি অনুযায়ী ওই দিন সকাল ১১টায় গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠ থেকে ১০ দফা ঘোষণা দেয় বিএনপি। ওই ১০ দফা দাবি আদায়ে গত ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ৩০ ডিসেম্বর ঢাকা গণমিছিল কর্মসূচি পালন করে বিএনপি। ঢাকার গণমিছিল থেকে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা দেয় দলটি।

সারাবাংলা/এজেড/একে

গণঅবস্থান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর