Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের যে অবস্থা, তাতে আরও নিষেধাজ্ঞা আসবে: খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৮:০৩

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের যে অবস্থা, তাতে আরও নিষেধাজ্ঞা আসবে- সেটাই স্বাভাবিক। তিনি বলেন, গুম হচ্ছে, খুন করা হচ্ছে। দূতাবাসগুলোর দায়িত্ব হলো- জনগণের পক্ষে কাজ করা। নিষেধাজ্ঞা ঠেকানোর কাজ তাদের না।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক` এই আলোচনা সভা আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।’

বিজ্ঞাপন

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে একটা ট্র্যাকে আনতে হবে। সেজন্যই তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যারা শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ তাদের সমন্বয়ে আপার হাউজ গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে।’

রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ২৭ দফা রূপরেখা বিএনপির আন্দোলনের অংশ উল্লেখ করে তিনি বলেন, “যিনি এ ধরনের রূপরেখা দিতে পারেন তাকে বলা হয় ‘স্টেটসম্যান’। আর তারেক রহমান সেই কাজটিই করেছেন। তার দক্ষতা ও যোগ্যতাকে তিনি বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।”

ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামরুল আহসান। ঢাকা উত্তর ড্যাবের মহাসচিব ডা. এএসএম মো. মাসুম বিল্লাহর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব মো. আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর