Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহের কবলে ২৩ জেলা, তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১৫:২৬

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলের ৭ জেলা ও দুই বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, সংস্থাটির গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এ নিয়ে টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা অব্যাহত রয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, সারাদেশে মাঝ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের মৌসুমী প্রতিবেদন বলছে, দেশের টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙা, সাতক্ষীরা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। এতে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হবে। এই সময়ে মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা ও যশোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামলেও রোববার (৮ জানুয়ারি) দুই ডিগ্রি বেড়ে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে।

ঢাকা বিভাগের টাঙ্গাইলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলীতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণের জেলা খুলনার প্রায় সব জেলার তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর বরিশাল বিভাগের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রংপুর ও রাজশাহী বিভাগেও একইরকম অবস্থা বিরাজ করছে। তবে বাড়তির দিকে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা।

সারাবাংলা/জেআর/পিটিএম

২৩ জেলা শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর