টেকনাফে অস্ত্রের মুখে ৪ কৃষককে অপহরণ
৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৪ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৩ ১৫:২৩
কক্সবাজার: টেকনাফের হ্নীলা ইউনিয়নে ভুট্টা ক্ষেত পাহারা দেওয়ার সময় ৪ কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।
রোববার (৮ জানুয়ারি) ভোররাতের কোনো একসময় হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে। ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে গেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও পরিবারের।
অপহৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আব্দুস সালাম, আব্দুর রহমান, মুহিব উল্লাহ ও আব্দুল হাকিম। তারা সবাই পেশায় কৃষক।
অপহৃত আব্দুস সালামের ছোট ভাই মুন্সী রফিক বলেন, ‘শনিবার রাতে পাহাড় থেকে বন্য হাতির দল ভুট্টা ক্ষেতে এসেছিল। তাদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়ে টংয়ে এসে তারা ঘুমিয়েছিলেন। সেখান থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। সকালে আমরা ক্ষেতে গিয়ে তাদের জুতা আর রক্তের দাগ পেয়েছি। এখন কি হবে জানি না। ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি বিষয়টি।’
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘অপহরণের খবর পেয়েছি। ৪ জন কৃষককে তুলে নেওয়া হয়েছে। আমরা বারবার বলেছি একটি অভিযানের। অপহরণের বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।’
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘অপহরণের খবর পেয়েছি। উদ্ধার অভিযানের জন্য দুইটি টিম প্রস্তুত হচ্ছে। ঘটনাস্থলে গেলে আরও বিস্তারিত জানাতে পারবো।’
সারাবাংলা/এমও