Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার বিভিন্ন উপজেলায় অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৩ ১০:৪৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৩ ১৪:৩১

বগুড়া: নন্দীগ্রামসহ বিভিন্ন উপজেলায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন গ্রামে অজ্ঞাত রোগে প্রায় শতাধিক গরু মারা গেছে। রোগে আক্রান্ত গরুর সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। এতে বগুড়ার কৃষক ও খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। এ কারণে কমদামেই গরু বিক্রি করে দিচ্ছেন কৃষক ও খামারিরা।

স্থানীয় কৃষক ও খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে গরুর মুখ দিয়ে লালা ঝরা শুরু হয়। এরপর গরু খাওয়া বন্ধ করে দেয়। পরের ১/২দিনের মধ্যেই গরুগুলো মারা যায়। পশু চিকিৎসকরা ওষুধ ও ইনজেকশন দিলেও কোনো কাজে আসছে না।

বিজ্ঞাপন

উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের হাটুয়া গ্রামের কৃষক নুপুর কুমার সরকার বলেন, আ‘মার ১টা গরু হঠাৎ খাওয়া ছেড়ে দেয়। পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ১দিন পরই গরুটি মারা যায়। এরপর আমার আরও একটি গরু মারা গেছে। এতে আমার প্রায় ২ লাখ ৮০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। আমি রোগের ভয়ে আরও ১টি গরু কমদামেই বিক্রি করে দিয়েছি। আমার গ্রামে অজ্ঞাত রোগে ১২/১৩টি গরু মারা গেছে।’

এভাবে আশপাশের বিভিন্ন গ্রামে অজ্ঞাত রোগে গরু মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি শুনে বগুড়া জেলা প্রাণিসম্পদ দফতর থেকে চিকিৎসক পাঠিয়েছি। চিকিৎসকরা রোগাক্রান্ত গরুগুলো দেখে নমুনা নিয়ে এসেছেন। সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

গরু বগুড়া বিভিন্ন উপজেলা শতাধিক গরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর