১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
৮ জানুয়ারি ২০২৩ ১০:৪৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৩ ১৪:২৫
মানিকগঞ্জ: তীব্র কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফিরে চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে পদ্মায় তীব্র কুয়াশার কারণে নৌ চলাচল ঝুকিপূর্ণ হাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাক্রোবাসসহ পারের অপেক্ষায় আটকে থাকে কয়েক’শ যানবাহন।
খালেদ নেওয়াজ আরও জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে যাত্রী ও যানবাহনের চালকেরা ফেরি পারের অপেক্ষায় ছিল। ফেরি বন্ধ থাকায় ফেরিতে থাকা যাত্রী ও চালকদের শীতে ভোগান্তি পোহাতে হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর সিরিয়াল অনুযায়ী যানবাহন পার করা হচ্ছে। এসব যানবাহন পারাপারে মোট ১৮টি ফেরি নিয়োজিত রয়েছে।
সারাবাংলা/ইআ