Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পত্তি ক্রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক: টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ২১:০২

ইকবাল হাসান মাহমুদ টুকু

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদরা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।

টুকু বলেন, ‘তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ। সম্পত্তি ক্রোক করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবেই। বিএনপি প্রহসনের নির্বাচনে যাবে না। নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এ দেশে আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও দফতর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

ইকবাল হাসান মাহমুদ টুকু ডা. জুবাইদরা রহমান তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর