শাহজালালে ইয়াবাসহ সৌদি প্রবাসী আটক
৭ জানুয়ারি ২০২৩ ১৬:২৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ১৬:৩০
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. রুবেল নামে এক সৌদি প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেবি লাগেজ গেইট থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেলের বাড়ি চাঁদপুর। তিনি দীর্ঘ ছয় বছর ধরে সৌদিতে থাকেন। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে তিনি কাজ করেন। বিমানবন্দরে তার আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর রুবেলকে অফিসে এনে তার লাগেজ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
জিয়াউল হক আরও জানান, সৌদি প্রবাসী রুবেল একজন টিকটকার। টিকটকের সুবাধে সৌদিতে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। তিনিই ইয়াবাগুলো বহন করতে রুবেলকে তিন লাখ টাকা দিতে চান। টাকার লোভে রুবেল ইয়াবাগুলো সৌদিতে নিয়ে যাচ্ছিলেন।
সারাবাংলা/এসজে/ইআ