Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১১:৩৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ১৩:২১

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদনিগর গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান (১৫), একই উপজেলার কমলাটিলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাদির আলী (২৫) ও কমলগঞ্জ উপজেলায় বেড়াজরা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুস সালাম (৩২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম জানান, ঢাকা থেকে বিদেশ ফেরত যাত্রীকে নিয়ে মৌলভীবাজার আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপরের শাহপুর এলাকায় একটি বালু বুঝাই ট্রাক ও পিক-আপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন চারজন। পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রো আটক করা হয়েছে।

সারাবাংলা/ইআ

ত্রিমুখী সংঘর্ষ নিহত ৩

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর