Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে আদালত থেকে নথি চুরির ঘটনায় তদন্ত শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৩ ১১:১১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তা কক্ষ থেকে মামলার নথি চুরি হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে হাইকোর্ট থেকে গঠিত কমিটি।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে কমিটির তিন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুল রহমান ও সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফজলে খাদা।

সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজির বেলাল হোসেন জানান, আদালতের সেরেস্তা কক্ষ থেকে নথি চুরি যাওয়ার ঘটনা তদন্তে ৪ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন হাইকোর্ট। কমিটির সদস্যরা শুক্রবার থেকে তদন্ত শুরু করেছেন। তারা ঘটনাস্থলে পরিদর্শন করে অনেকের সঙ্গে কথা বলেছেন। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্তের প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার কথা রয়েছে।

নাজির বেলাল হোসেন জানান, গত ২৫ ডিসেম্বর সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালত কামারখন্দের সেরেস্তা কক্ষ খুলে কর্মচারীরা দেখতে পান মেঝেতে মামলার কিছু নথি পড়ে আছে। পাশাপাশি আলমারিতে রাখা মামলার নথিগুলো নেই। কক্ষের জানালা ভাঙা। পরে এ ঘটনায় জেলা জজ কোর্টের নাজির ওসমান গণি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। এরপর হাইকোর্ট থেকে এ ঘটনা তদন্তে করতে তদন্ত কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/ইআ

তদন্ত কমিটি তদন্ত শুরু নথি চুরি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর