‘আপনি আমাকে মারবেন, আমি দাঁড়িয়ে ললিপপ খাবো— এটা কি হয়?’
৭ জানুয়ারি ২০২৩ ১০:২৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৩ ১১:১৬
ঢাকা: বিএনপির ১১ জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনি বারবার আমাকে মারবেন আমি চুপ করে থাকবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো। এটা কি হয়? এটা হয় না। আমরা সারাদেশেই আগে যেমন ছিলাম তেমনি সতর্ক অবস্থানে থাকবো।’
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সতর্ক পাহারায় থাকবো। আমরা কাউকে আক্রমণ করবো না। আক্রান্ত হলে উদ্ভূত পরিস্থিতিতে কি জবাব দেবে, প্রশাসন জবাব দেবে, না পার্টি দেবে সেটা সময় বলে দেবে। সেটা সবাই জানবে।’
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মির্জা আব্বাসের জামিনের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনার কি মনে সাংবাদিক হিসাবে? দেশে বিচার ব্যবস্থা কি পরাধীন? দেশের বিচার ব্যবস্থা কি সরকারের অধীন? সরকারের কত লোক আজকে কারাগারে। সরকারের কত লোক দুদুকের মামলায় হাজিরা দিচ্ছে? তারপরও দুদকের মামলায় অনেকে কনভিক্টেট হয়ে গেছে। আমাদের সময় তো বিএনপিরও অনেকে জামিন পেয়েছে।’
এসময় একাদশ জাতীয় সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে দলের পক্ষ থেকে দেশের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের জানান, আগামী ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকাল সাড়ে সাতটায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে এবং টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল যাবে। এছাড়া দুপুর তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এক আলোচনা হবে।
সারাবাংলা/এনআর/এমও
আওয়ামী লীগ ওবায়দুল কাদের গণঅবস্থান কর্মসূচি বিএনপি মতবিনিময় সভা