শনিবার টুঙ্গিপাড়ায় প্রথম যৌথসভায় বসবে আওয়ামী লীগ
৬ জানুয়ারি ২০২৩ ২৩:০২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ২৩:০৫
ঢাকা: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে শনিবার (৭ জানুয়ারি)। দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এর আগে শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সকাল ৭টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টার থেকে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করবেন আওয়ামী লীগ নেতারা। সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলার সার্কিট হাউজে উপস্থিত হবেন তারা। দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বিশেষ যৌথসভা অনুষ্ঠিত। সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন নেতারা।
যৌথ সভায় নেতৃবৃন্দদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
এদিকে শুক্রবার গণভবন থেকে সকাল আটটায় সড়কপথে টুঙ্গিপড়ায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রথমে তিনি জাতির পিতার সমাধিসৌধে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুরে টুঙ্গিপাড়া থেকে খুলনায় যান প্রধানমন্ত্রী। খুলনার কর্মসূচি শেষ করে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে অবস্থান করবেন শেখ হাসিনা।
সারাবাংলা/এনআর/আইই