Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আসুন, স্মার্ট বাংলাদেশ গড়ে মানুষের মুখে হাসি ফোটাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ১৯:৩৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ১৯:৫৮

ঢাকা: আমাদের দেশ এগিয়েছে অনেক। তবে আরও এগিয়ে নিতে হবে; একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্জন আমাদের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘‘আসুন, স্মার্ট দেশ গড়ার মাধ্যমে একটি সুখি-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করি। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাই।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠনের চার বছরপূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি অবদান স্মরণ করেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে ৩০-লাখ শহিদ এবং ২-লাখ নির্যাতিত মা বোনসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

১৫ই আগস্ট নরপিশাচ ঘাতকদের হাতে নিহতদের সকল শহিদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি ২০০৪ সালের ২১-এ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতাসহ ২০০১ সালের পর নির্মম হত্যাকান্ডে শিকার সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজ উদ্দিনসহ ২১ হাজার নেতাকর্মীর আত্মত্যাগের অবদানের কথাও স্মরণ করেন তিনি।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের অগ্নি সন্ত্রাস এবং পেট্রোল বোমা হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন। এ ছাড়া সরকার গঠনের পর যেসব রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মারা গেছেন তাদেরও আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করেন টানা মেয়াদে সরকার পরিচালনার দায়িত্বে থাকা শেখ হাসিনা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়ন অগ্রযাত্রার প্রসঙ্গ তুলে বলেন, ‘আমাদের দেশ এগিয়েছে অনেক। তবে আরও এগিয়ে যেতে হবে। একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্জন আমাদের লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার পর আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। চতুর্থ শিল্পবিপ্লবের নানা অনুসঙ্গ ধারণ করে আমরা তরুণদের প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট শিল্প কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্যি, কৃষিসহ সকল ক্ষেত্রে রোবোটিকস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করা হবে। সকল ক্ষেত্রে গবেষণার উপর জোর দেওয়া হয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আসুন, স্মার্ট দেশ গড়ার মাধ্যমে একটি সুখি-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে আমরা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করি। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাই।

কবি সুকান্তের কবিতার পঙক্তির প্রত্যয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’

সারাবাংলা/এনআর/একে

জাতির উদ্দেশে ভাষণ টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর