মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের
৬ জানুয়ারি ২০২৩ ১৭:১২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৩ ২০:২২
ঢাবি: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মিলনমেলায় বক্তব্য দেওয়ার সময় স্টেজ ভেঙে নিচে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ ঘটনা ঘটে।
মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কয়েকজন সাবেক নেতা আহত হয়েছেন। কিছুক্ষণ পরে আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের।
তবে এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিল। আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?’
সারাবাংলা/আরআইআর/এনএস