Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ

লোকাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ১৩:৩১

ছবি: সারাবাংলা

ভৈরব (কিশোরগঞ্জ): জেলার ভৈরব উপজেলায় প্রচণ্ড শীতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি। প্রতিদিন হাসপাতাল থেকে গড়ে ১০০ থেকে ১৫০ রোগী চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত ১ সপ্তাহে বহির্বিভাগ থেকে এসব রোগে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ৫০ থেকে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা সেবা অব্যাহত আছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ জানুয়ারি) সরেজমিনে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন কয়েকশ রোগী। আক্রান্তের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। তবে শহরের তুলনায় গ্রামের শিশু ও বৃদ্ধদের আক্রান্তের সংখ্যা বেশি। তবে শয্যা সংকটের কারণে অনেকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

আগানগর থেকে দুই বছরের সন্তানকে নিয়ে গত সোমবার থেকে হাসপাতালে আছেন মা সাবরিনা । তিনি জানান, গত ককেদিন ধরে তার সন্তান জ্বর ও ঠাণ্ডা নিয়ে হাসপাতালে আসেন। পরে চিকিৎসকরা জানান শিশুটির নিউমোনিয়া হয়েছে। তাই শিশুটিকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই কথা জানান সন্তান নিয়ে হাসপাতালে আসা মা কুলসুম বেগম ও নুরুননাহার।

হাসপাতালে ভর্তি ষাটোর্ধ্ব জলিল মিয়া জানান, হঠাৎ করে গত কয়েকদিন ধরে তার শ্বাসকষ্ট বেড়েছে। তাই হাসপাতালে এসেছেন চিকিৎসা করাতে।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, হঠাৎ করে শীতে হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এর মধ্যে প্রতিদিন বহির্বিভাগে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ১০০ থেকে ১৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, গত এক সপ্তাহে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত এক হাজার রোগীকে হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ভর্তি করিয়ে ১৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। তবে ভর্তি রোগীদের মধ্যে যাদের অবস্থা ভালো তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে। এর পরিবর্তে নতুন গুরুতর অসুস্থ রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনএস

কিশোরগঞ্জ ভৈরব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর