রাঙ্গামাটিতে আগুনে পুড়ল ৬টি বাড়ি
৬ জানুয়ারি ২০২৩ ০৯:৪২
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভমুখ গঙ্গা মন্দির এলাকায় আগুনে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে চুলা থেকে আগুনের সূত্রপাত। এসময় পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। যে কারণে আসবাবপত্র সরানোর সুযোগ পায়নি কেউ।
অগ্নিকাণ্ডে দেবু দাশ, শিবু দাশ, জুয়েল দাশ, সঞ্চয় দাশ, সুদীপ দাশ, মাধব চৌধুরীর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘আগুনে ৬টি পরিবারের সবকিছু পুড়ে গেছে। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন। প্রশাসক জানান, রাতের খাবার ও রাত্রিযাপনের জন্য প্রতি পরিবারকে ১ হাজার টাকা ও তিনটি করে কম্বল দেওয়া হয়েছে।
অন্যদিকে, এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য রাতে খাবারের ব্যবস্থা করা হয়।
সারাবাংলা/এমও