Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৩

চবি করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ২৩:৫১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় কমপক্ষে তিন জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে আহতরা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরান, হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মানিক, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন।

বিজ্ঞাপন

বিবাদমান দু’টি গ্রুপ হলো- সিক্সটি নাইন ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)। উভয় গ্রুপের নেতাকর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সূত্র জানায়, চট্টগ্রাম নগর থেকে রাত ৮টার দিকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেনে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিক্সটি নাইন নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের মোড়ে ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু সারাবাংলাকে বলেন, ‘শাটল ট্রেনের সিটে বসা নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমরা তদন্ত করে দেখব। যদি ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ততা পাই তাহলে সাংগঠনিক ব্যবস্তা নেওয়া হবে।’

সংঘর্ষ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় সারাবাংলাকে বলেন, ‘শাটল ট্রেনের সিটে বসা নিয়ে সিক্সটি নাইনের কর্মীর মধ্যে মারধরের ঘটে। আমরা সিনিয়ররা বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে আছি। উভয় গ্রুপের নেতাকর্মীদের হলে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/সিসি/পিটিএম

চবি ছাত্রলীগ টপ নিউজ সংঘর্ষ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর