Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে সরকার পতন করতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৭:৫০

ড. আব্দুর রাজ্জাক, ফাইল ছবি

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস, আন্দোলন, হরতাল, অবরোধ, গণসমাবেশ করে বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না। আগামী ১১ জানুয়ারি না, আগামী ডিসেম্বরের ১১ মধ্যেও সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সচিবালয়ে নিজের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আগামী ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য তৎপর থাকবে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সরকারকে সহযোগিতা করবে।’

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে বিদেশি বা রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক তৎপরতা অনেক কমে এসেছে। এক সময় হ্যারি কে টমাসের মতো অনেক রাষ্ট্রদূতেরা এদেশে নিজেদের রাজা মনে করতেন, এখন এ পরিস্থিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়ন ও আর্থিক অগ্রগতির ফলে বাংলাদেশ আজ মর্যাদাশীল জাতি।’

তিনি বলেন, ‘দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে বিএনপির ধরনা দেওয়া বা হাত পাতা জাতির জন্য মর্যাদার নয় এবং এটিকে সহজভাবে মেনে নেওয়া যায় না।’

সারাবাংলা/ইএইচটি/এনএস

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর