ঝিনাইদহ যুবলীগ নেতা হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার
৫ জানুয়ারি ২০২৩ ১৫:৩৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ ১৫:৫২
ঝিনাইদহ: জেলায় যুবলীগ নেতা নয়ন ইসলামকে হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি এনামুল কবির বিপ্লবকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। এর আগে, গতকাল বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সদর উপজেলার বদনপুর গ্রামের যুবলীগ নেতা নয়ন ইসলামকে হত্যাচেষ্টার আসামি বিপ্লব রাজধানীর মহাখালীতে অবস্থান করছেন— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ (বৃহস্পতিবার) সকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
এর আগে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। ওই ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।
সারাবাংলা/এনএস