Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৪:১৬

প্রতীকী ছবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আখাউড়া উপজেলায় রেলস্টেশন এলাকা থেকে বাকপ্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত কিশোরের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার (৪ জানুয়ারি) রাত ১২টার দিকে রেলস্টেশন এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে রেলস্টেশন এলাকায় কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ও মুসল্লিরা পুলিশকে খবর দেয়। পরে ওই রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

রেলস্টেশন এলাকার ব্যবসায়ী গুনি মিয়া জানায়, ভবঘুরে প্রকৃতির ছেলেটি কথা বলতে পারত না। বেশির ভাগ সময় সে স্টেশন এলাকায় ঘোরাফেরা করত। স্টেশনে ট্রেন দাঁড়ালে ভিক্ষা করতে। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় স্টেশনের ওভার ব্রিজের নিচেই শুয়ে বসে থাকত।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য অজ্ঞাত কিশোরের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার নাম ও পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

সারাবাংলা/এনএস

আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর