Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলীকদমে ৮০টি বার্মিজ গরু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৩:৪৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ ১৪:৩৭

বান্দরবান: আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের শিরঝিরি এলাকা থেকে ৮০টি বার্মিজ গরু আটক করেছে যৌথবা‌হিনী। বৃহস্প‌তিবার (৫ জানুয়ারি) সকা‌ল সাড়ে ৬টার সময় আলীকদমের শিরঝিরি থেকে এসব গরু আটক করা হয়।

পু‌লিশ ও বি‌জি‌বি জানায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বি‌জি‌বির একজন কর্মকর্তা, ৪০ জন সদস্য ও পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিরঝিরি থেকে ৮০টি বার্মিজ গরু আটক করা হয়।

বিজ্ঞাপন

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক ৮০‌টি গরুর আনুমা‌নিক বাজার মূল্য ১‌ কো‌টি টাকা। গরুগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমও

আলীকদম বার্মিজ গরু