যুক্তরাষ্ট্রের এক বাড়ি থেকে ৫ শিশুসহ ৮টি লাশ উদ্ধার
৫ জানুয়ারি ২০২৩ ১২:৪৫ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ ১৫:১৬
ঢাকা: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আট জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) ওই বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইনোচ শহরের একটি বাড়ির মধ্যে ওই আট জনের মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশ সামাজিক তল্লাশি ও তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে তিনজন প্রাপ্তবয়স্ক এবং পাঁচ শিশুর মরদেহ খুঁজে পায়। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে জনসাধারণের জন্য কোনো হুমকি নেই বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, এরইমধ্যে নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
প্রসঙ্গত, ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্ট লেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
সারাবাংলা/ইআ