Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে: গণতন্ত্র মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ২২:২২

ঢাকা: গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে বিভ্রান্তিকর ছবি এবং তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ‘সরকার বিচার ব্যবস্থাসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করে জনগণের ন্যায় বিচার পাবার অধিকার হরণ করে একটি স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করেছে।’

ফখরুল-আব্বাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য বাচ্চু ভূঁইয়া, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ নুরুল হক নুর

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর