গণঅবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা কে কোন বিভাগে
৪ জানুয়ারি ২০২৩ ২২:১৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৩ ১২:৪৬
ঢাকা: আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে একযোগে অনুষ্ঠেয় গণঅবস্থান কর্মসূচিতে কে কোন সাংগঠনিক বিভাগের নেতৃত্ব দেবেন, সেটা নির্ধারণ করে দিয়েছে বিএনপি।
বুধবার (৪ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি চলবে।
কুমিল্লা বিভাগের গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম বিভাগের নেতৃত্ব দেবেন দলটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ময়মনসিংহ বিভাগের গণঅবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগের নেতৃত্ব দেবেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, খুলনা বিভাগের গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রাজশাহী বিভাগের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, ফরিদপুর বিভাগের গণঅবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সিলেট বিভাগের নেতৃত্ব দেবেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগের গণঅবস্থান কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল এবং রংপুর বিভাগের নেতৃত্ব দেবেন দলটির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ।
এছাড়া সমন্বয়কারী হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক সম্পাদক, সমন্বয় সহযোগী হিসেবে থাকবেন বিভাগীয় সহ-সাংগঠনিক-সম্পাদক, সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক সংসদ সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, জেলা/মহানগর বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব অথবা ১ নং যুগ্ম আহ্বায়ক।
সারাবাংলা/এজেড/এনএস