Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর কারণে দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই: খাদ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪১

সাধন চন্দ্র মজুমদার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম এলাকায় আকস্মিক পরিদর্শনকালে ভোক্তা সাধারণের উদ্দেশে খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। দেশের মানুষ কষ্টেও নেই। বিশ্বব‍্যাপী করোনা মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘আগে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ওএমএস-খাদ্য বান্ধব কর্মসূচি চালু থাকত না। তবে ভোক্তাদের স্বস্তি দিতে এসময়ে এই কর্মসূচি চালু রেখেছে সরকার।’

প্রয়োজনে সারা বছর স্বল্প আয়ের মানুষকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলে ভোক্তাদের আশ্বস্ত করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সারাবাংলা/ইএইচটি/এনএস

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর