Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৯:২১

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে।’

বুধবার (৪ জানুয়ারি) বিকা‌লে জেলার রূপগঞ্জ উপজেলায় পিতলগঞ্জ প‌শ্চিমপাড়া মোস্তফা-ই-সু‌ন্নিয়া দা‌খিল মাদরাসার চারতলা একা‌ডে‌মিক ভব‌নের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এসব কথা ব‌লেন। এতে সভাপ‌তিত্ব ক‌রেন মাদরাসা ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি ওবায়দুল ম‌জিদ ভুঁইয়া জু‌য়েল।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘প্রতিটি মাদরাসায় ইসলাম শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সম্পৃক্ত করা হ‌য়ে‌ছে। সাধারণ শিক্ষার মতো মাদরাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। মাদরাসা শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।’

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

তিনি ব‌লেন, ‘বঙ্গবন্ধু এদেশে ইসলামী ফাউন্ডেশন গঠনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে মাদরাসার শিক্ষকরা এর সুফল পেতে শুরু করেছেন। মাদরাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকা অনস্বীকার্য। তাই আলেমদের দেশের চলমান উন্নয়নের জোয়ারে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন— রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভুঁইয়া, শীতলক্ষ্যা গ্রু‌পের চেয়ারম্যান মোহাম্মদ ম‌নিরুজ্জামান ভুঁইয়া, আওয়ামী লী‌গ নেতা এম এ আউয়াল ভুঁইয়া, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা ইমন হাসান খোকন, পিতলগঞ্জ প‌শ্চিমপাড়া মোস্তফা-ই-সু‌ন্নিয়া দা‌খিল মাদ্রাসার ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি মোহাম্মদ জা‌য়েদুর রহমান, মাদরাসার প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা মিয়া ও মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিনসহ আরও অনেকে।

সারাবাংলা/এনএস

নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর