Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪


২ মে ২০১৮ ১৬:৫৪ | আপডেট: ২ মে ২০১৮ ১৭:০৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ: প্রবল বৃষ্টির মধ্যে ঝিনাইদহের লাউদিয়ায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ৬জন। হতাহতের সবাই ইজিবাইকের যাত্রী।

বুধবার (২ মে) দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-ইজিবাইক চালক মাহবুব হোসেন, আসলাম হোসেন ও হাজেরা খাতুন। তারা সবাই লাউদিয়ার বাসিন্দা। তাদের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহর থেকে ইজিবাইকটি তেতুলতলা যাচ্ছিল। এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে শহরমুখি একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক মাহবুব হোসেন, যাত্রী আসলামসহ ৩ জন মারা যান, আহত হন আরও ৬ জন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে হাজেরা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সারাবাংলা/ডব্লিউআর/এমআইএস

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর