Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ টাকায় ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৮:২১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৩ ২২:২৫

ঢাকা: দেশে চলমান ডলার সংকট চরম আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতির মধ্যে জরুরি পণ্য আমদানিতে বৈদেশিক মুদ্রার মজুত থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক প্রতি ডলার ১০০ টাকায় বিক্রি করেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এতদিন বাংলাদেশ ব্যাংক একশ’ টাকার নিচেই ডলার বিক্রি করেছে। জরুরি পণ্য আমদানির জন্য মঙ্গলবার (৩ জানুয়ারি) এ দামেই দেশের ব্যাংকগুলোর কাছে ৭৮ মিলিয়ন ডলার বিক্রি করেছে। রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে বিক্রির ফলে ডলারে টান পড়ছে। এছাড়া রেমিট্যান্স প্রবাহও বাড়ছে না।

বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৭০ বিলিয়ন ডলার। গত বছর একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ৪৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশের রিজার্ভ কমেছে ১২০০ কোটি বা ১২ বিলিয়ন ডলার।

এর আগে, অন্য ব্যাংকগুলোর কাছ থেকে ডলার সংগ্রহ করে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে হঠাৎ ডলার সংকট সৃষ্টি হওয়ায় আমদানিতে সংকট তৈরি হয়। ফলে আমদানি ব্যয় পরিশোধে গত ২ বছর ধরে বাজারে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে, চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার মান কমতে শুরু করে। অস্থির বিশ্ববাজারে ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখার চেষ্টাও করেছিল কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ গত ৩০ মে উন্মুক্ত অর্থনীতির নিয়মে বাজারের ওপরই মুদ্রা বিনিময় হার ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে ব্যাংকগুলো যেকোনো দরে ডলার নির্ধারণ করে বিক্রি করতে পারছে।

ওই সময়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ওপেন মার্কেট অনুযায়ী ডলারের দাম ঠিক হবে, ব্যাংকগুলো ঠিক করবে দর। এটা না হলে রেমিট্যান্স কমে যাওয়ার শঙ্কা ছিল। তাই বাজারের ওপর ছেড়ে দিলেও বাংলাদেশ মনিটরিং করে আসছে।

বিজ্ঞাপন

এদিকে, ডলার সংকট কাটাতে বিলাসীপণ্য আমদানি নিরুৎসাহিত করা হয়। ব্যয় সংকোচনের পথে হাঁটে সরকার ও বাংলাদেশ ব্যাংক। অতি জরুরি প্রকল্প ছাড়া অন্য ক্ষেত্রে অর্থায়নে সতর্কতা করা হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণও (নিজ খরচ ছাড়া) বন্ধ হয়েছে। বন্ধ রয়েছে নতুন গাড়ি কেনা। বলা হয়েছে পুরনো গাড়ি আট বছরের আগে পরিবর্তন নয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

কেন্দ্রীয় ব্যাংক ডলার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর