Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৭:৪৪

ঢাকা: আগামী বর্ষা মৌসুমে রাজধানীতে জলাবদ্ধতা থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, আর এজন্য বছরের শুরু থেকেই খাল উদ্ধার অভিযান শুরু করেছি। তবে বার বার উচ্ছেদ করলেও ছয় মাসের মধ্যেই ফের দখল করে ফেলা হচ্ছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েসংলগ্ন খালের বাৎসরিক পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মেয়র তাপস বলেন, ‘ওয়াসার কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর আমরা বার্ষিক সূচি করে বছরের শুরু থেকেই খাল উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। এবারও তাই করা হচ্ছে। যা আজ থেকে শুরু হলো।’

মেয়র এ সময় দখলদারদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশন উদ্ধার করার পর ফের খাল দখল করে ভূমিদস্যুরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হলেও ফের দখল করছে তারা। এখানে সাপ্লায়ার খাল দখল করে রাস্তা বানিয়েছে। আমরা উদ্ধার করার পর ফের দখল করেছে। তাই আজ আবারও উচ্ছেদ করতে এসেছি।’

বার বার যারা দখল করছে তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হচ্ছে?- জানতে চাইলে মেয়র বলেন, ‘আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। জরিমানা করছি।’

সারাবাংলা/আরএফ/পিটিএম

জলাবদ্ধতা বর্ষা মেয়র তাপস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর