রমজানে পণ্যের কোনো ঘাটতি হবে না: বাণিজ্যমন্ত্রী
৪ জানুয়ারি ২০২৩ ১৫:০১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৩ ১৮:২৩
ঢাকা: আসন্ন রমজানে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজানে পণ্যের কোনো সংকট হবে না।
বুধবার (৪ জানুয়ারি) সচিবালয়ে রমজানে ভোগ্য পণ্য সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যা তুলে ধরেছেন। রমজান মাসে আশা করছি বড় কোনো পরিবর্তন আসবে না। তেল, চিনি, ছোলা পেঁয়াজ, ডাল ও চালের পর্যাপ্ত মজুত আছে। দামেও কোনো হেরফের হবে না। মূলত রোজা শুরুর সাত দিন আগে পণ্যের সংকট হয়। কারণ অনেকেই এক সঙ্গে অনেক পণ্য কিনে রাখেন।’
তিনি বলেন, ‘এক মাসেরটা নিয়মিত কিনলে পরে এই চাপটা হয় না। এটি কিন্তু একটি বড় ধরনের ঝামেলা। আমরা সব সময় লক্ষ্য করছি রমজানের প্রথম সাত দিনেই বেশি রকম সংকট দেখা দেয়। তারপর দেখা যায় বাজার স্বাভাবিক হয়ে আসছে। রমজান মাসের আগেই সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পেঁয়াজ লাগবে, একবারেই যদি কিনে ফেলি! সেখানে তো সমস্যা হবেই।’ এটা সমাধান করা মুশকিল জানিয়ে এ জন্য সাংবাদিকদের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘এসেনশিয়াল পন্য আমদানি এলসি খুলতে যেন সমস্যা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হয়েছে। ডলারে মূল্য বৃদ্ধিতে তো একটু সমস্যা রয়েছেই।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘যেহেতু এখনও এলসি ওভাবে খোলা যাচ্ছে না। সেহেতু এ বিষয়ে কোনো ব্যবসায়ী সহযোগিতা চাইলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পাশাপাশি ডলারের বিষয়ে একটা কোটা নির্ধারনের চিন্তা করা হচ্ছে।’
‘রমজানকে সামনে রেখে বাজার ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। আমরা জানি বাজারে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম ওঠানামা করছে। সেজন্য বাজারগুলোতে মনিটরিং বাড়ানো হবে।’
ধান গবেষণা ইন্সটিটিউট একটি গবেষণা প্রতিবেদন দিয়েছে যে, বাজারে চালের দাম বেশি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চালের দামের বিষয়টি কৃষি ও খাদ্য মন্ত্রণালয় মনিটর করে।’
সারাবাংলা/জিএস/ইআ