Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করলো ছাত্রলীগ

ঢাবি করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ১৩:১৬

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে কেক কেটে আনুষ্ঠানিক উদযাপন করেছে প্রাচীন এই ছাত্রসংগঠন।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৬টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনটি।

৭৬ বছরে পা দেওয়া এই ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা সকাল ৮টার দিকে উদযাপনের অংশ হিসেবে প্রথা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটেন। এ সময় পুরো কার্জন হল প্রাঙ্গণ কেন্দ্রীয়, ঢাবি শাখাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী দ্বারা কানায় কানায় পূর্ণ ছিল।

এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অনেকে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেল ৩টায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে ছাত্রলীগ।

সারাবাংলা/আরআইআর/ইআ

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর