ঘন কুয়াশায় বিপর্যস্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল
৪ জানুয়ারি ২০২৩ ১২:৫৬
রিপন আনসারী, মানিকগঞ্জ: ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটের ফেরি চলাচল। গত এক সপ্তাহ ধরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিন মধ্যরাতের পর থেকে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে ফেরি সার্ভিস।
এতে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। কুয়াশা ও তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে হচ্ছে ওইসব অঞ্চলের যাত্রীরা। একইসঙ্গে যানবাহনের চালক ও অনান্য শ্রমিকদের পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রায় প্রত্যেকটি ফেরিতে ফগ লাইট বসানো হলেও সেগুলোও কুয়াশার কারণে কাজে আসছে না।
জানা গেছে, সর্বশেষ মঙ্গলবার মধ্যরাতের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার তীব্রতা ভয়াবহ আকার ধারণ করায় রাত তিনটা থেকে ফিরে চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় রাতের যাত্রীবাহী নৈশ্য কোচ, মালবাহী ট্রাক এবং ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার, মাইক্রোবাস ও রোগী বহনকারী এম্বুলেন্সসহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে থাকে।
বুধবার সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ততক্ষণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, গত কয়েকদিন ধরেই কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নো-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাত থেকে কুয়াশার তীব্রতা আগের থেকে বেশি হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল চলাচল বন্ধ রাখা হয়।
ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। প্রায় সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
এদিকে ফেরির মাস্টাররা জানিয়েছেন, ঘন কুয়াশা মোকাবিলা করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি গুলোতে ফগ লাইট বসানো হলেও তা কোনো কাজে আসছে না। পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা এতই যে পাঁচ হাত দূরের কোনো কিছুই দেখা যায় না। এ কারণে ফগলাইটগুলোর আলো কুপি বাতির মতো দেখায়।
এদিকে ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ এবং তীব্র শীতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক এবং শ্রমিকরা কয়েক দিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ছাড়া, তীব্র কুয়াশা এবং কনকনে শীতে মানিকগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে।
সারাবাংলা/ইআ