Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১২ পাখিসহ ‘শিকারি’ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৩ ২২:০৪

চট্টগ্রাম ব্যুরো : পাখি শিকার করে খাঁচায় আটকে বিক্রির সময় চট্টগ্রামে এক তরুণকে গ্রেফতার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নগরীর আকবর শাহ থানারে বিশ্বকলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কাজী মো. হাসিব (২০) খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার হাফেজনগর এলাকার কাজী জামালের ছেলে। তার কাছ থেকে ১০টি মুনিয়া, একটি টিয়া এবং একটি শালিক পাখি উদ্ধার করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসেন সারাবাংলাকে বলেন, ‘হাসিব ফেনী থেকে পাখিগুলো শিকার করে খাঁচায় ভরে বিক্রি করতে এসেছিল। আগেও সে কয়েকবার পাখি এনে আমাদের হাতে ধরা পড়েছিল। কিন্তু গরিব হওয়ায় মৌখিকভাবে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সে বেশি পাখি শিকার করেছে। আবার আটকের সময় আমাদের ওপর লোকজন নিয়ে হামলার চেষ্টা করেছে।’

হাসিবের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হামলার ঘটনায় আলাদাভাবে আরেকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম পাখি শিকারি বন্যপ্রাণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর