Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্রের তীর রক্ষায় চিলমারীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৩ ২২:০২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ ২২:০৩

কুড়িগ্রাম: জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা প্রকল্পকে ঝুঁকিতে ফেলে অব্যাহত বালু উত্তোলনের প্রতিবাদে ও এলাকাটিকে বালুমহাল ঘোষণার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির চিলমারী শাখা।

মানববন্ধনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন দেলদার হোসেন, শহিদুল ইসলাম, আলীমুদ্দীন, বাদশা মিয়া, নুর আমিন ও হায়দার আলী। আর গণকমিটির পক্ষে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য প্রভাষক আব্দুল কাদের, চিলমারী গণকমিটির সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম ও সদস্য ইঞ্জিনিয়ার রহমত আলীসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, চিলমারী তীর সংরক্ষণ প্রকল্পকে ঝুঁকিতে ফেলে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এতে করে কৃষি জমি, মাছ-ডলফিন-পাখিসহ জীভবৈচিত্র ও শিল্পায়নের খনিজ সম্পদ ধ্বংসের সম্মুখীন। এছাড়া চক্রটি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্রহ্মপুত্রের ডান তীরকে বালুমহাল ঘোষণা করারও চক্রান্ত করছে। যার তীব্র নিন্দা জানান তারা।

এরই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে প্রতিবাদ জানায় চিলমারী গণকমিটি। একইসঙ্গে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কোনো উদ্যোগ নিলে স্থানীয় জনগণের নিয়ে প্রতিহতো করার ঘোষণা দেন বক্তারা।

সারাবাংলা/এনএস

কুড়িগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর