‘হাছান মাহমুদ জিয়ার পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী’
৩ জানুয়ারি ২০২৩ ২১:০৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ ২১:৪৭
ঠাকুরগাঁও: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জিয়ার পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। উনি দিনরাত দেশের কথা না বলে, শুধু জিয়া পরিবারেরই সমালোচনা করেন।’
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিলসহ ১০ দফা দাবী এবং রাষ্ট্র কাঠামো মেরামতে দেওয়া ২৭ দফা প্রস্তাব বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম আরও বলেন, তথ্যমন্ত্রী সারাদিন জিয়াউর রহমান, তারেক জিয়ার বিরুদ্ধে না হয় খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেন। সেক্ষেত্রে তার কথার জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে রাষ্ট্র কাঠামো মেরামত সম্পর্কে তিনি বলেন, ‘রাষ্ট্রের এমন অবস্থা তৈরি হয়েছে, যেখানে সংস্কার করেও লাভ হবে না, প্রয়োজন রাষ্ট্র কাঠামোর মেরামত।’
বিএনপি নেতা আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট দেয়নি। সেজন্য সেখানে ব্যর্থতা বা সফলতার কিছু নেই। আপনারা জানেন নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছিল। এ সরকার যে জনগণের ভোটে নয়, ভোট চুরির মাধ্যমে হয়েছে তা দেশবাসী জানে।’
ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপির পদত্যাগ করা আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন নিয়েছেন। আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। প্রত্যেক দলেই এমন মানুষ পাওয়া যায়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, বিএনপি নেতা জেট মর্তুজা তুলা, বীর মুক্তিযোদ্ধা নূরুল করিম ও স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
সারাবাংলা/এনএস