Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাকচাপায় শ্রমিক নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৩ ১৩:২৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। নিহত শ্রমিক সোহাগ মিয়া (২৫) উপজেলার জামুরিয়া ইউনিয়নের সুনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ঘাটাইল-ভূঞাপুর সড়কের পৌর এলাকার ৬ নং ওয়ার্ড শাপলা শিশুপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা প্রতিদিনের মতো ব্যাটারিচালিত ভ্যানযোগে নিজ নিজ বাড়ি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। এসময় ঘাটাইল-ভূঞাপুর সড়কের পৌর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক তাদের ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হন।

এ ঘটনায় আহত ৩ শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকালেও চালক পালিয়ে গেছে। নিহত ওই শ্রমিকের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।

সারাবাংলা/এমও

টাঙ্গাইল ট্রাকচাপা শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর