বাংলাদেশ কখনও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে না: প্রধানমন্ত্রী
৩ জানুয়ারি ২০২৩ ১২:৩৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৩ ১৩:০১
ঢাকা: অনেক চক্রান্ত আছে বাংলাদেশের বিরুদ্ধে। যখন বাংলাদেশ একটু ভালোর দিকে যায় তখন নানা ধরনের চক্রান্ত শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার বাবা-মা-ভাই এবং ছোট্ট রাসেলকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ কখনও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে না। অর্থনৈতিক মন্দা মোকাবিলা করেও আমরা যে এগিয়ে যাচ্ছি , আমাদের এগিয়ে যেতে হবে।’
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক চক্রান্ত আছে বাংলাদেশের বিরুদ্ধে। আমরা যে ক্ষমতায় আসতে পারবো এটা কেউ ভাবতে পারেনি। আল্লাহর রহমতে এই চুতর্থবারের মতো আমরা সরকারে আছি। আর আছি বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান, পুলিশ বাহিনীসহ সবার জন্য কাজ করতে পেরেছি। অর্থনৈতিক মন্দা মোকাবিলা করেও আমরা যে এগিয়ে যাচ্ছি, আমাদের এগিয়ে যেতে হবে।’
কোথাও এক ইঞ্চি আবাদি জমি যেন পড়ে না থাকে। প্রত্যেকেই কিছু উৎপাদন করবেন। কারণ হচ্ছে বিশ্বব্যাপী খাদ্যমন্দা অর্থনৈতিক মন্দা, এই ধাক্কা যেন বাংলাদেশে না আসে। তাই আমাদের নিজেদের জন্যই নিজেদের উদ্যোগ গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো, বলেন প্রধানমন্ত্রী।
পুলিশকে একটি দক্ষ চৌকস বাহিনী হিসাবে, স্মার্ট পুলিশ বাহিনী হিসাবে গড়ে তুলে তুলে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো প্রতিবন্ধকতায় যেন আমাদের এই অগ্রযাত্রা বাধা দিতে না পারে। ইনশাআল্লাহ, বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ।’
পরে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন ঘোষণ করে পুলিশ বাহিনীর সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করেন। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ সপ্তাহ পালন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
আরও পড়ুন: পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা/এনআর/এমও