সীমান্তে হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা নয়: পররাষ্ট্রমন্ত্রী
২ জানুয়ারি ২০২৩ ২৩:৫২
ঢাকা: সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি হত্যাকাণ্ড সরকারের ব্যর্থতা নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিএসএফ’র গুলিতে নিহত হওয়ার কারণ খুঁজে দেখা উচিত।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. আব্দুল মোমেন বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি— একজন ব্যক্তিও যেন সীমান্তে না মারা যায়। ভারতের সর্বোচ্চ মহল থেকে আমাদের এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’
এটি সরকারের ব্যর্থতা কিনা?- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যাকাণ্ড আমাদের ব্যর্থতা নয়। কেন ওই ব্যক্তি মারা গেল?— সেটা আপনাকে দেখতে হবে। খুঁজে দেখেন সেটাও।’
উল্লেখ্য, সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তে শনিবার (৩১ ডিসেম্বর) জৈনউদ্দিন নামে একজন যুবক ভারতীয় বাহিনীর হাতে নিহত হওয়ার অভিযোগ রয়েছে।
সারাবাংলা/এসবি/পিটিএম