Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে: বিবিএস

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ২৩:১২ | আপডেট: ২ জানুয়ারি ২০২৩ ২৩:১৩

ঢাকা: ডিসেম্বরে দেশের মূল্যস্ফীতিতে বিরাজ করেছে নিম্নমুখী ধারা। তবে এই সময়ে মজুরির হার বেড়েছে। ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। যা নভেম্বরে ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। তবে ২০২১ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি অনেক বাড়তি রয়েছে।

এছাড়া, গত মাসে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ৯১ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশে। যা নভেম্বরে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞাপন

সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) কঞ্জুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএস বলেছে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৮৬ শতাংশ। যা নভেম্বরে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। এ সময় খাদ্য পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ১১শতাংশ, নভেম্বরে ছিল ৮ দশমিক ২৩ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ২৯ শতাংশ, নভেম্বর মাসে যেটি ছিল ১০ দশমিক ৩১ শতাংশ।

এদিকে, ডিসেম্বরে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ। যা নভেম্বরে ছিল ৮ দশমিক ৭০ শতাংশ। এ সময় খাদ্য পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ। যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫১ শতাংশ। যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৫৪ শতাংশ।

গত ১২ সাসের গড় মূল্যস্ফীতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে গড় মূল্যষ্ফীতি হয়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। তবে এই সময়ে বেড়েছে মজুরির হার। বিবিএস’র প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে মজুরির হার বেড়ে হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। যা নভেম্বর মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ। এক্ষেত্রে কৃষিতে বেড়ে হয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ। যেটি নভেম্বরে ছিল ৬ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

এছাড়া শিল্পে মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ১২ শতাংশ। যা নভেম্বরে ছিল ৭ দশমিক শূন্য ৬ শতাংশ। সেবা খাতেও মজুরি হার বেড়ে হয়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ।

সারাবাংলা/জেজে/পিটিএম

টপ নিউজ বিবিএস মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর