Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিটার্ন দাখিল ২৮ লাখ ৫১ হাজার, আয়কর আদায় ৪১০০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১৭:২৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৩ ১৯:৫১

ঢাকা: আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হয়েছে ১ জানুয়ারি। এবার রিটার্ন দাখিল করেছেন ২৮ হাজার ৫১ জন আয়করদাতা। এতে আয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা।

সোমবার (২ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজস্ব বোর্ড জানিয়েছে, গতবারের চেয়ে এবার রিটার্ন দাখিল বেশি হয়েছে। যেখানে প্রবৃদ্ধি ২৩ দশমিক ৯৮ শতাংশ। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ২৪ দশমিক ৯৬ শতাংশ।

এ ছাড়া রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করেছেন প্রায় আড়াই লাখ রিটার্নকারী।

গত বছর রিটার্ন দাখিল করেন ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ জন আয়কর দাতা। এতে আদায় হয় ৩ হাজার ২৮১ কোটি টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এ বছর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এরপর আরও একদিন সময় বাড়ানো হয়।

সারাবাংলা/এসজে/একে

আয়কর আদায় টপ নিউজ রিটার্ন দাখিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর