গত বছর সড়কে ১০১০৮ জনের প্রাণহানি: সেভ দ্য রোড
২ জানুয়ারি ২০২৩ ১৬:৩৪ | আপডেট: ২ জানুয়ারি ২০২৩ ১৬:৩৫
ঢাকা: গত বছর সড়কপথে ১০ হাজার ১০৮ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য রোড। ওই বছরে দেশে নৌ-রেল ও সড়কপথে মোট দুর্ঘটনা ঘটেছে ৫৫ হাজারটি। সবমিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা।
সোমবার (২ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেভ দ্য রোড সংবাদ সম্মেলনে ওই পরিসংখ্যান জানায়। দেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য পর্যালোচনা করে এই পরিসংখ্যান তৈরি করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা।
সেভ দ্য রোড-এর গবেষণা সেল পর্যবেক্ষণ করে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে গড় তথ্য পেয়েছে; তাতে উঠে এসেছে প্রতিদিন নৌ- রেল ও সড়কপথে গড়ে ১৫১টি দুর্ঘটনায় আহত হন ১৫৬ এবং নিহত হন গড়ে ২৭ জন। পুরো বছরে নৌ-রেল ও সড়কপথে দুর্ঘটনা ঘটেছে ৫৫ হাজার। এতে ক্ষতি হয়েছে ১৮ হাজার কোটি টাকা। গত বছর বাংলাদেশে সড়কপথ দুর্ঘটনায় ১০ হাজার ১০৮ জন নিহত হন। আহত হন ৫৬ হাজার ৯৬৭ জন।
সড়কপথ দুর্ঘটনায় নিহত ১০ হাজার ১০৮ জনের মধ্যে ৭৪ জন চালক, ৩৮ জন চালকের সহযোগী, ৪ হাজার ২২ জন নারী, ১ হাজার ১২ জন শিশু, ৮১২ জন শিক্ষার্থী, ৮ জন সাংবাদিক, ২৭ জন চিকিৎসক, ২৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্য, ৫৬ জন রাজনৈতিক নেতাও রয়েছেন।
লিখিত বক্তব্য দাবি জানানো হয়, দুর্ঘটনায় আহতদেরকে ৩ লাখ ও নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। যেন আহত ও নিহতদের পরিবার ঘুরে দাঁড়াতে পারে।
সারাবাংলা/ইএইচটি/একে