Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ জঙ্গির রিমান্ডের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১৫:২৮

ঢাকা: আল কায়েদা ও তালেবানপন্থী ছয় জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আসামিদের আদালতে হাজির করে মামলাটির তদন্ত সংস্থা সিটিটিসি এই রিমান্ড আবেদন করে। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- সৌদি প্রবাসী দল নেতা আব্দুর রব, সাকিব, শামীম হোসেন, নাদিম শেখ, আবছার ও সাইদ উদ্দিন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান রিমান্ড আবেদনের তথ্য জানান।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিন্যাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই মতাদর্শের ছয়জনকে গ্রেফতার করেছেন সিটিটিসি। আসামিদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধ আইনে মামলাটি করেন সিটিটিসি।

সারাবাংলা/এআই/ইআ

৬ জঙ্গি রিমান্ডের আবেদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর