ভিসির বাসভবনে হামলার ঘটনায় ৯ জন গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী
২ মে ২০১৮ ১৪:১৫ | আপডেট: ২ মে ২০১৮ ১৭:৪৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভিসির বাসভবনে হামলার ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তারা সবাই বহিরাগত। কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (২ মে) দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এক সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যানুসন্ধান চলছে এখনও যাদের গ্রেফতার করা হয়নি তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেভাবে ভিসি ভবনে হামলা হয়েছে, এতে মনে হচ্ছে এরা পেশাদার। তাদের পেছন থেকে কারা পুশ করেছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
গত ৯ এপ্রিল রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত সোমবার চারজনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি দল।
সারাবাংলা/ইউজে/এমএইচ/এমআইএস
আরও পড়ুন:
ঢাবি ভিসির বাড়িতে ভাঙচুরের মামলায় গ্রেফতার ৪
ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা: ২ আসামি কারাগারে